পিরিতে পোড়ায় মন


ওরে আমার চক্ষে ঘুম নাই
পিরিতি জ্বালায় দেহ মন,
আসমান ভাসাইয়া কান্দে, পোড়া...
মন আকাশের চান.. ।


তারে কইও বন্ধু ভ্রমর
আমি যে তার প্রাণের দোসর,
সোনার খাঁচায় জোড়া কইতর
জোড়া লাগলো না।।
হইলোনা হইলোনা বাসর
বাঁধা হইলো না .. ।


সাগর জলের পিরিত যেমন
বাধন ছাড়া বানের মতন চান্দের নাগাল চায়,
তার পিরিতের বাঁশি শুইন্যা
উথাল পাথাল মনটা আমার
ঘরে থাকে না...,
হইলোনা হইলোনা বাসর
বাঁধা হইলো না .. ।


ও আমি তারই আশায় ঘর বানাইলাম
সে তো আইলো না,
আমার আশার লগন আইলো
চাঁদ তো আইলো না .. ।
হইলোনা হইলোনা বাসর
বাঁধা হইলো না .. ।


তারে লইয়া ঘর বাঁধিবার
স্বপ্ন হইলো মাটি,
পিরিতে পোড়ায় মন
অন্তর করে খাটি... ।।


আমার চক্ষে ঘুম নাই
পিরিতি জ্বালায় দেহ মন,
আসমান ভাসাইয়া কান্দে, পোড়া...
মন আকাশের চান.. ।।


প্রকাশকাল : ১৮ জুলাই, ২০১৮
অটোয়া, কানাডা।