জীবন নদীর কাছে
আমি শিখেছি অনেক কিছু
ইতিহাসে থাকে জীবনের ঋণ
দেনা যে ছাড়ে না পিছু


করো অন্বেষণ জীবনের ধন
ইতিহাস থেকে নাও
শিক্ষা ভেবে যত পার তারে
সকলে বিলিয়ে দাও


পাড়ি দেয়া পথে মলিন ধুলায়
ইতিহাস পড়ে রয়
পাজী ভীরু খল করে কত ছল
ফিরেও না তাকায়


কালের স্রোতে মিশে যায় তবু
পিছে রেখে যায় ঢেউ
বার বার ফিরে আসে তবু কেন
শিক্ষা নেয় না কেউ?


হুমায়ুন শরীফ