নিজেকে কখনো দেখিনি সেভাবে খুঁজে
আয়নায় যারে প্রতিদিন দেখি
সে কি আমি নিজে?


দীঘির শান্ত জলে
যার ছায়া পড়ে বার বার
তাকে যে শুধু ভালোই বেসেছি
খুঁজে দেখবার পাই নি তো অবসর।


নিজের ভিতর অহং এর তাড়ণায়
অনেক কিছুই উড়িয়ে দিয়েছি
এড়িয়েছি অবলীলায়।


হিংসায় জ্বলে পুড়িয়েছি কত মন
কত ভালো প্রাণ নীরবে সয়েছে
রিপুর আগ্রাসন।


আজ বেলা শেষে নিজেকে হারায়ে
খোঁজার সাধ যে জাগে
বার বার মন জিজ্ঞাসা করে
আমি কে কে কে…?


হুমায়ুন শরীফ