বাহারি স্বপ্নগুলো রাঙাতে
তোমাকে আমার বড় প্রয়োজন
আমি রাতের নির্জণে একাকি
রঙের ভেলা ভাসাই তোমাকে নিয়ে
রঙ তুলিতে নির্জনতার ক্যানভাসে
আচড় কেটে তোমার ছবি আঁকি


সে ছবি কখনো হয়ে যায় আনার কলি
কখনো বা বেদের মেয়ে জ্যোৎস্না
কখনো চন্দ্রকথার চন্দ্র
অথবা দেবদাসের পারু.......


ওদের না পাওয়ার কষ্টগুলো এক হয়ে
আমার তুলির রং গুলো সব বিবর্ণ হয়ে যায়
তখন আমি চারিদিকে তোমাকে খুঁজি
তুমি যে আমার তুলির সব রং......


তোমাকে ছাড়া আমি থাকি কি করে বলো?
তাই তোমাকে আমার খুব প্রয়োজন…


হুমায়ুন শরীফ