পৃথিবীর কত রং
কত জীব জল আর হাওয়া
নিঃসঙ্গ চাঁদ ব্রত নিয়েছে
পৃথিবীর রঙে জ্যোৎস্না বিলিয়ে যাওয়া...


পৃথিবীর রঙে
তোমায় রাঙাব বলে
তোমার আকাশে চাঁদ হয়ে আছি
কতকাল কত ছলে…


তোমার মনের রং বদলানো সুরে
ধুমকেতু হতে চাইনি কখনো
হঠাৎ এসেই হঠাৎ চলে যাব
নিঃসীম নীলে দুর থেকে বহু দুরে…


চাঁদের আলো না যদি ভালোবাস
জ্যোৎস্না বিলাসে না যদি বসে মন
ধ্রুবতারা হয়ে সন্ধাকাশে
একাকী আলো ছড়াবে পোড়া মন......


হুমায়ুন শরীফ