জীবনের এক মধুক্ষণে কাছে এসেছিলেম
কাশ্মীরি শালে জড়িয়ে ভালবেসেছিলেম
তোমার ছোঁয়ায় প্রাণ পেয়েছিল স্বর্গসুখ
কিশোর বেলার স্মৃতির মেলার স্বর্ণযুগ।


জীবনের এক মধুক্ষণে কাছে এসেছিলেম
কাশ্মীরি শালে জড়িয়ে ভালবেসেছিলেম।।


তোমার ও দুটি আলতা রাঙানো নিটোল পায়
লাজুক চোখের বিহ্বলতা আর অজানা ভয়
ক্ষয়ে ক্ষয়ে যায় মায়াবী জ্যোৎস্না রুপালি চাঁদ
আবেশে জড়ানো় পুলকে ছড়ানো নিশুতি রাত।


জীবনের এক মধুক্ষণে কাছে এসেছিলেম
কাশ্মীরি শালে জড়িয়ে ভালবেসেছিলেম।।


আকাশের গায়ে জোনাকিরা জ্বলে আলো ছড়ায়
তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ ভাষা হারায়
গাছের পাতারা ফিস ফিস করে কি বলে যে যায়
তোমার আমার না বলা কথারা পথ হারায়।


জীবনের এক মধুক্ষণে কাছে এসেছিলেম
কাশ্মীরি শালে জড়িয়ে ভালবেসেছিলেম।।


ঝি ঝি রা ডাকে একটানা সুরে জানিয়ে দেয়
ভালোবেসে যাও সময় যে দ্রুত ফুরিয়ে যায়
সম্বিত ফেরে হুতুম পেঁচার ডাক শুনে
ফিরে যাই ঘরে ফের মিলনের দিন গুনে.…।


জীবনের এক মধুক্ষণে কাছে এসেছিলেম
কাশ্মীরি শালে জড়িয়ে ভালবেসেছিলেম।।


হুমায়ুন শরীফ