এই গ্রীস্মে তোমার মনের শীতল আধারে আমায় স্থান দিও
আমি তৃষ্ণা মেটাবো,
তোমার হাসির আড়ালে লুকানো দুঃখ ভাগা ভাগি করে নেব।


এই বরষায় তোমার মনের গুমোট মেঘমালায় আমায় ভাসিয়ে রেখো
আমি বৃষ্টি ঝরাবো,
তোমার ভালবাসার গোপণ বীজগুলো নুতন করে গজাবো।


এই শরতে তোমার মনের নরম কাশবনে আমায় লুকিয়ে রেখো
আমি বাতাসের ঢেউ খেলাবো,
তোমার লাজে রাঙা হাসির মিষ্টি স্বাদ নেব।


এই হেমন্তে তোমার মনের শিশির ভেজা ঘাসে আমায় ভিজিয়ে রেখো
আমি প্রেমের নদী হব.
তোমার চোখে প্রেমের অশ্রুজলের লোনা ধারা বহাবো।


এই শীতে তোমার মনের নক্সিকাঁথায় আমায় মুড়িয়ে রেখ
আমি ওম দেব,
তোমার শিরা উপশিরায় প্রবাহিত প্রেমের উষ্ণতা নেব।


এই বসন্তে তোমার মনের কৃষ্ণচুড়ায় আমায় রাঙিয়ে দিও
আমি কোকিল হব,
তোমার হৃদয়ের ডালে নেচে নেচে প্রেমের পতাকা ওড়াবো।।


হুমায়ুন শরীফ