কবি তুমি বন্দি কেনো
কবিতার কারাগারে।


ছয় চোরাতে যুক্তি করে
সিদ কাটিলো মনের ঘরে
মন পড়ে রয় নেশার ঘোরে
তোমার গাড়ির চাকা ঘোরে নারে।
অচিন পাখীর ঘুম ভাংগে না
স্বপ্নে বিভোর খাঁচার ভিতরে।


কবি তুমি বন্দি কেনো
কবিতার কারাগারে।


চিন্তারাম দারোগা মরে
মন হাকিমের বিচার ঘরে
মন পবনের বৈঠা ধরে
তবু ঝড় বাতাসে পাল ছিঁড়ে যায়
তুমি ডাংগায় ওঠো ডুবসাতারে।
বিষধর সাপ ঢুকেছে
তোমার কবিতার বাসরঘরে।


কবি তুমি বন্দি কেনো
কবিতার কারাগারে।


হুমায়ুন শরীফ