কি হতো একগুচ্ছ রজণীগন্ধা
তোমার হাতে নিলে?
চাঁদ কি লুকাতো লজ্জায়
মেঘের আড়ালে?


কি হতো সাগরের ভাঙ্গা ঢেউ
তোমার রাঙা পা ভিজিয়ে দিলে?
আকাশ কি ভেঙ্গে পড়তো
সাগরের অথৈ জলে?


কি হতো ভোরের মিষ্টি ভেজা বাতাসে
তোমার অগোছালো বাঁধা চুল খুলে গেলে?
আনমনা তুমি কি আমায় চোরাচোখে
চেয়ে চেয়ে দেখতে খেলাচ্ছলে?


কি হতো আমার ওষ্ঠ তোমার
মরাল মসৃন গ্রীবার নাগাল পেলে?
তুমি কি শরমে রাঙা হতে
মরমের গলে যাওয়া খেয়ালে?


হুমায়ুন শরীফ