ইচ্ছেরা দোল খায় বেঁচে থাকে আশা
প্রাণের উচ্ছলতায় জাগে ভালোবাসা
ভালোলাগা ভালোবাসা হৃদয়ের খেলা
কেউ বাঁচে কেউ মরে কারো যায় বেলা


হৃদয়ের টানে কেউ কাছাকাছি আসে
দুরে দুরে থেকে কেউ চাঁদ ভালোবাসে
চাঁদেরও কলঙ্ক থাকে ভাবে না তো কেউ
প্রেমের জোয়ারে পড়ে ভেসে যায় ঢেউ


মধু চন্দ্রিমা শেষে টান পড়ে মধুতে
স্বপ্নেরা ঝাকি খায় অজানা কি যাদুতে
আশা কাটে ভাষা কাটে টান পড়ে পকেটে
ভালোবাসা বন্দি প্রেমহীন লকেটে


টক ঝাল মিষ্টি কেউ খেলে হা ডু ডু
কেউ খেয়ে পস্তায় দিল্লি কা লাডডু
সংসারে সং সেজে দিন রাত খেলে যাও
যা পেয়েছ তাই নিয়ে সংসারে সুখী হও..…


হুমায়ুন শরীফ