হাই হিল পায়ে
পিছনদিকে ফাটা স্বল্প বসনা মিনিস্কার্ট পরে
ম্যাজিকের দক্ষতায় গুটি চালো তুমি
ক্যাসিনোর জুয়ার টেবিলের মধ্য মনি হয়ে।


চারিদিকে সিগারেট আর
চুরুটের ধোঁয়া আর গন্ধে মোহনীয়
জুয়াড়ীরা নেশাতুর হয়, তোমার টোলপড়া গাল,
লাস্যময়ী হাসি আর বক্ষ বন্ধনীর ফাঁকে চেয়ে চেয়ে।


তুমি কত কায়দা করে
তোমার জমিনের উর্বর ভুমিগুলো
ওদের সামনে উপস্থাপন কর
প্রশিক্ষিত শিল্পীর দক্ষতা নিয়ে।


বাজী জেতার সাথে সাথে ওরা
তোমাকে ঘিরে উল্লাস করে
কামাতুর রাতের গভীরে চোখের ইশারায়
পলকে তথ্য আদান প্রদান চলে।


তুমি পেশাদারিত্ব আর উষ্ণ সান্নিধ্য দিয়ে
এতগুলো শকুন যে ভাবে একা সামলাও
তাতে আমি অভিভূত হই
শ্রদ্ধা জাগে তোমাকে ঘিরে… ।


হুমায়ুন শরীফ (প্রবাসি কবি)