বাবুই বাধে বাসা, শিল্প তরু দোলে বাতাসে
তুলির আঁচড় কাটি কালের ক্যানভাসে
জোনাকির আলোতে শিল্পকলা ভাসে
নিশি রাত তারা সব মিটি মিটি হাসে


কালের কণ্ঠরে শুধাই তুমি কেন একা
সে বলে, ফেরারি বিবেকের পাই না যে দেখা
নীরব আঁধারে শুনি ঝি ঝি পোকার গান
সেখানেও শিল্প শুধু বিধাতার দান


বাবুই জোনাকিরে করে নিমন্ত্রণ
জোনাকিও সানন্দে হয় মেহমান
বাবুই এর বাসায় জ্বলে জোনাকির আলো
খেজুর বিথিকা বলে ভালো ভালো ভালো.… ।


হুমায়ুন শরীফ