বিজয়ের পতাকায় লেখা আছে
লক্ষ শহীদের নাম, তোমারা পতাকা ছিড়ো না
বিজয়ের পতাকায় মিশে আছে
মুক্তির ঘ্রান, তোমরা পতাকা হারিয়ো না....


একাত্তরে যে পতাকা দিয়েছে
সাড়ে সাত কোটি বাঙালির পায়ের নীচে মাটি
সে মাটিতে ঘুমিয়ে আছে হাজার মুক্তি সেনা
সে মাটিতে হারিয়ে গেছে লক্ষ মা বোনের বোবা কান্না
সে মাটিকে কখনো ভুলে যেও না......


বিজয়ের পতাকায় আমি মুক্তিযোদ্ধার মুখ দেখি
দৃপ্ত শপথে উজ্জিবীত সে মুখ
বিজয়ের পতাকায় আমি বজ্রকন্ঠের আহ্বান দেখি
মুক্তির উল্লাসে কেঁপে কেঁপে ওঠে সে আহ্বান......


সবুজের জমিনে রক্তের আখরে লেখা
পতাকা দুলিয়ে দুরন্ত কিশোরের মেঠো পথে ছুটে চলা
কিশোরির দুষ্টুমি ভরা চোখে স্বাধীনতার ঝিলিক
ভায়ের, মায়ের, বোনের, বাবার আশা ভরা পতাকা
তোমরা কখনো করো না অবমাননা......


বিজয়ের এই পতাকা আমার অহংকার,
তোমার অহংকার, আমাদের অহংকার;
এসো একতাবদ্ধ হই, ভেদাভেদ ভুলে বিজয়ের ঝান্ডা তুলে ধরি
একসাথে গাই... আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি..……