কপোতাক্ষের তীরে
হিজল গাছের ডালে, যেথা
সাদা মাথার ঈগল পাখীটা
খড়কুটো দিয়ে বেঁধেছিলো সংসার,
হাত ধরাধরি করে সেথা
তুমি আর আমি গিয়েছি কতবার,
কালের সাক্ষী হয়ে, বুঝি
মুচকি হেসেছিলেন ইশ্বর… ।


সোনালী রোদ হামলে পড়ে যেথা
তোমার সাথে পাশাপাশি বসে
হেসেছি খেলেছি বলেছি কতনা কথা।
কখনো সখনো মৌন বিকেলে
ওপথ দিয়ে একাকী হেটে গেলে,
ঈগল পাখীটা আজও ইতি উতি চায়
আমার সাথে তোমাকে না দেখে
শ্যেন দৃষ্টির দুরবীণে সে কি তোমাকে খুঁজে বেড়ায়?


অষ্টপ্রহর নিভৃতে কাঁদে
কপোতাক্ষের তীরে
স্মৃতির মেলায় বিরহ ব্যাথারা
ভাসে অশ্রুনীরে.…
তুমি বিনা আজ গুমোট প্রহর
থেমে গেছে কোলাহল,
দখিনা বাতাসে উদাসি ঈগল
দোলেনা হিজল ডাল….........।।