জীবনের স্রোতে
তুমি হতে চেয়েছিলে নব উদ্দীপনা
বলেছিলে আমার ভাত কাপড় চাই নে
শুধু ঠাই দিও চরণে,
তখন কি বুঝেছিলাম
সেটা ছিলো তোমার মুখের কথা
মনের কথা নয়?


এরপর কালের স্রোতে
কত গনেশ উল্টে গেলো
এখন তোমার দুয়ারে ভিখারী আমি
চেয়েও এক আনা ভালোবাসা পাইনে,


ওহে কালের জমিদার, আমার জীবন নিয়ে
খেলবে তুমি কত আর?
আমিতো ভাতের কাঙ্গাল নই
ভালোবাসা চেয়েছিলাম তোমার কাছে...


তুমি বিশ্ব নিয়ে খেলো ভালো কথা
কিন্তু আমার ভালোবাসার গাছটা
ফেরত চাই তোমার কাছে,


তোমার সুখের বাগানে
আমার ভালোবাসার গাছটা
আগাছা হয়ে থাক
এটা আমি চাইনে.…