কবিতা কেন তুমি লুকিয়ে থাক হলদে পাখীর ঠোটে?
হলদে পাখীর ছানারা তোমার অপেক্ষায় থাকে
কখন ওদের মা আসবে কবিতা ঠোটে নিয়ে
ওরা বড় বড় হা করবে, আর মা পাখী
কবিতাগূলো উগরে দেবে ওদের মুখের ভেতর.....।


কবিতা কেন তুমি লুকিয়ে থাক প্রেয়সির গালের তিলে?
তিলের পাশে তোমার টোলপড়া
গালের গর্তে কত কবিতা থাকে?
ওখানে কি ভালোবাসার মলম তৈরী হয়?
সেই মলমের পরশে কি গালিবের বুকের নীল রক্তক্ষরণ বন্ধ হয়?


প্রেয়সির নীল সাগর চোখের গহীনে
কবিতারা তির তির করে কাঁপে
ভালোবাসা লাজুক চোখে হাসে
ভালোবাসা কেন তুমি কবিতার মত
হলদে পাখির ঠোট হও না?


কবিতা আমি প্রেয়সির গালের তিল হতে চাই,
তোমাকে নিয়ে লাঙ্গলবন্দ গিয়ে পুন্যস্নান করতে চাই,
কবিতা আমি হলদে পাখীর ছানা হতে চাই
আর হলদে পাখীর ঠোট থেকে তোমাকে গিলতে চাই..…।