কি হয় যদি বুদ্ধিমানেরা
ভোগে বুদ্ধির জটে
সুশীল বাবুরা
কেনা বেচা হয় হাটে?
সারমেয় হয়ে লেজ নাড়ে
আর ফেলে দেয়া হাড় চাটে?
ওদের দেখে চারপেয়ে
ঐ বিশেষ প্রাণীরা লজ্জিত হয় বটে!


দিন দিন ওদের ক্ষুধা বাড়ে, আর ভাবে
এভাবে যদি দু চারটে আরো
ব্যবসা বাড়াতে পারি,
মালিকানা পাই টি ভি চ্যানেলের
বৃত্তি অথবা বিদেশ সফর, সফর সঙ্গী
নিদেন পক্ষে পদ বা পদবি,
তাতেই বা মন্দ কি?


৭২ এর চাটার দলেরা
আজো ও আছে চার পাশে
রং বদলানো শুয়োরের দল
কচু খোঁজে আজ শ্যামল দেশের
সবুজ দুর্বা ঘাসে..................।


আমরা যখন থাকি কায় ক্লেশে
জোটাতে পারি না অন্ন
পা চেটে ওরা মিঠাই জোটায়
আমাদের পাত শুন্য…............।।