সমুদ্র বসে থাকে মরুতৃষা নিয়ে
মরুভুমি হারায় জল সমুদ্র ভিজিয়ে
পৃথিবীর ক্ষোভ সান্তনা খোঁজে
পাহাড়ের জ্বালামুখে
পাহাড়ের কান্নাগুলো
ঝর্ণা হয়ে ঝরে মাটির বুকে…


সময় হারিয়ে যায় অসময়ের ফাঁদে
সুখগুলো দুঃখের গলাধরে কাঁদে
মেঘ ভাসে আকাশের কোণায় কোণায়
আকাশ ভেসে যায় চাঁদের জ্যোৎস্নায়।।


বাতাস দুলে ওঠে গাছের পাতায়
পাতাগুলো বৃষ্টিতে ভিজে সুখ পায়
অন্ধকার ডুবে রয় আলোর ছায়ায়
স্রষ্টার মহিমা বোঝা বড় দায়…


সাগরের তৃষা নিয়ে দাড়াও সুমুখে
মরুভুমি হয়ে জল হারাই ও বুকে
ভালোবাসা কাঁপে ঠোট চোখের তারা
প্রেমের কুহক কাঁদে বন্দি দিশাহারা.…