স্বর্গে নাকি কেউ কবিতা পড়েনা
ওখানে কবিদের ভবিষ্যৎ অন্ধকার,
স্বর্গে নাকি পানীয় খেলে নেশা হয় না
নেশা ছাড়া পানীয়ের থাকে কি কোন সমাদর?


ওখানে নাকি অনাবিল সুখ
কোন নোংরা নেই নোংরামীও নেই,
তাহলে পৃথিবীর নোংরা লোকগুলো
নরকের সাজা খেটে স্বর্গে গিয়ে করবেটা কি?


ওখানে কুটিলতা, পংকিলতা, গ্লানী, বিস্বাশঘাতকতা,
পরকীয়া কিছুই নেই, অভাব অনটন নেই,
পাপ নেই তো বিচারও নেই
চাহিবা মাত্র সব হাতের নাগালে।।


হুমম… বুঝেছি বৈচিত্রহীন জীবন
বৈচিত্র ছাড়া সুখ তো অসুখেরই নামান্তর,
কিন্তু এই কুৎসিত স্বভাবগুলো বিধাতা কিভাবে
মাউসের এক ক্লিকে মুছে দেবে?