আমার নুপুর পায়ে ছন্দ তোমার
নেশা ভরা দুই চোখে ঝরে অভিসার
অভিমান যত ছিলো পাহাড় সমান
আবেগের কষাঘাতে কাঁপে অপমান.…


কাঁপে তনু হিয়া দল মেঘের স্বপন
গলে পড়ে অভিলাস মোমের মতন
ছন্দে ছন্দে তার কেটে যায় বেলা
সুর কাটে তাল কাটে করে হেলা ফেলা...


অসুরের সুর ভাঁজে দেবতার খেলা
রাজার দুলাল হাসে পরীদের মেলা
জমিদারি হালচাল মনের ভেতর
গোপণ পীরিতি রোগ হৃদয় কোটর....


উষ্ণতা দিয়ে যায় নেশাতুর প্রেম
মনের গোপণ কথা মাধবী হেরেম
বনলতা কতকথা ইশারা অশেষ
দুবাহু জড়িয়ে ধরে গ্রীবা অবশেষ…