ওরা এতটাই পাষাণ
পাপের ফসল ভেবে রাতারাতি
লোকচক্ষুর অন্তরালে ফেলে দেয়া
কানাগলির নোংরা ডাষ্টবীনে
সদ্যজাত শীশুটির ক্ষুধার্থ চিৎকারে
কারো এতটুকু টলে না প্রাণ.....
শহরে মৃত্যুরা মিছিল করে হাটে অবিরাম.…..।


ওরা এতটাই মডার্ণ
রঙীন চশমা পরে হতাশায় ডুবে থেকে
বেদনার বালুচরে জীবন হাতড়ে মরে,  
মরণ নেশা ধরে, তিলে তিলে ধুকে ধুকে
আঁধার ঘরের কোণে ঝিমায় দিনমান, জীবন করে না ক্ষমা
অবশেষে নেশাতেই হারায় আপনার প্রাণ.....
শহরে মৃত্যুরা মিছিল করে হাটে অবিরাম.…..।


ওরা এতটাই ক্ষুধা অন্তঃপ্রাণ
বাড়ি খায় গাড়ি খায়, জমি সম্পত্তি খায়
খাল বিল নদী খায়, ঘুষ চাকু গুলি খায়
টেন্ডার চাদাবাজি কোটিপতি রাতারাতি
রাষ্ট্রীয় কোষাগার, ব্যাংক লুট ভাগাভাগি
ছিনতাই ডাকাতি করে কেড়ে নেয়, নীরিহ মানুষের প্রাণ....
শহরে মৃত্যুরা মিছিল করে হাটে অবিরাম.…..।


ওরা এতটাই মুল্যবান
নারীদেহ পুজি করে হোটেল ক্যাসিনো গড়ে
পতিতার মালিকানা, চড়া দামে বেচাকেনা
এলাকা দখলদারি সন্ত্রাসির পদধুলি, হুড়াহুড়ি গোলাগুলি
হা হুতাশ হাতাহাতি, মারামারি লাথালাথি, আলো আঁধারির মাঝে
খাপ খোলা তলোয়ার, যুবতি হারায় সম্ভ্রম.....
শহরে মৃত্যুরা মিছিল করে হাটে অবিরাম.…..।।