আমার ভিটার পাশে গাছের ডালে
সুখ পাখীটা ডানা মেলে
কিচির মিচির শব্দ তুলে
আমার ঘুম ভাঙ্গায়।


আমি ধরতে তারে পারিনা রে
নাগাল পাব কেমন করে,
দয়াল যদি দয়া করে সত্বর আমি পাব তারে
বন্ধু সুজন স্বজনের দোয়ায়…।


সুখ পাখীটা ওড়ে আমার মনের আকাশে
ধরতে গেলে দেয় না ধরা মিলায় বাতাসে,
বিধির একি খেলা সারা বেলা
আর কতকাল ছুটব আমি পাখীর পিছে?


পাখীর নাগাল যদি না পাই জীবনে
দুঃখ তাতে নেই গো দয়াল এই ভুবনে
সুখ না পাই তোমায় পাব এই আশা মনে
তোমায় যদি পাই দয়াল আর কিছু চাই নে।


সব হারিয়ে তোমায় পেলে
সকল দুঃখ যাব ভুলে
ভবের খেলা সাঙ্গ হলে এই অধমেরে
দয়াল তুমি নিও তুলে তোমার ঐ কুলে.....।


আমার ভিটার পাশে গাছের ডালে
সুখ পাখীটা ডানা মেলে
ধরতে গেলে দেয় না ধরা মিলায় বাতাসে
আর কতকাল ছুটব আমি পাখীর পিছে?