এক


ঠিকানা বিহীন সোনালী ডানার চিল
সংসার ছেড়ে হয়েছে বিবাগি
তৃষিত নয়ন খোঁজে শুধু খাল বিল
একাকি ওড়ে সোনাঝরা রোদ্দুরে
সঙ্গি করেছে নীল আকাশের নীল ...।


দুই


তোমার পাথর চোখে কবিতার কাক হয়ে
উড়েছিনু আমি অবিরাম
সাগরের নীল জলে আকাশের নীল নিয়ে
নীল খামে চিঠি লিখে নীলাচলে পাঠিয়ে দিলাম.…।


তিন


প্রজাপতি প্রেম ওড়ে
রঙ্গীন ডানা মেলে
এ ফুলে ও ফুলে বসে মধু আহরনে....
ষোড়শীর এলোকেশ
মন যেনো চঞ্চলা হরিনী....।


নিশীথে স্বপনে সে আসে বারে বারে
শিহরণে কাঁপে তনুমন
মন বলে রাধা যদি হই তার
সে কি তবে বাজাবে বাঁশি
দুলিবে কি পরাণ
শুনে তার সেতার রাগিনী?


চার


আসবে কি সে ফিরে আর
যে অভিমানে গেছে চলে?
সংশয়ে আছি, তবু আমি তো জানি
কিসে তার অভিমানি মন গলে…।