আমার মনের মহাসমুদ্রে
তুমি যে নীল তিমি;
সহস্র ক্রোশ করেছ ভ্রমন
উর্ধ্বাকাশে ছুড়ে দিয়েছ সহস্র টন পানি।
উথাল পাথাল ঢেউ তুলে কত
খুঁজেছ রত্ন খনি,
ছুটে গিয়েছ এপার ওপার
লুটে নিয়েছ হাজার হাজার
হীরা মুক্তা মনি।


তবু কেন আজও এত আক্ষেপ
এত না পাওয়ার গ্লানি?
আকাশে বাতাসে সুর তুলে কেন
ছড়িয়ে বেড়াও অবুঝ মনের অতনু ছটফটানি?


দস্যি মেয়ে শোন,
আমার এ বুকে যত জল আর আছে রত্ন রাশি
অনেক যতনে রেখেছি জমিয়ে
সব তোমারই জন্য।


যত তুমি পার কর মন্থন,
সাগর সেচে আকাশ ভেদে
যত কিছু পাও সবই নিয়ে যাও
মনের বিকার ছুড়ে ফেলে দিয়ে
আমার আকাশে ধ্রুবতারা হও,
দুর কর যত অভিমান
আর, আঁধার মনের অযাচিত ধুকপুকানি।


আঁধার মনে আলোর মশাল জ্বালো
সে আলোয় যাক ভেসে যত ছটফটানি,
ভেসে যাক ধুকপুকানি
ভেসে যাক যত গ্লানি..…।