আজি বসন্ত সমীরন
প্রাণে দেয় দোলা,
আমার নায়ে ছেঁড়া পাল
শক্ত হাতে ধরে হাল
ছেড়ে দে মাঝি,
কিনারে কিনারে চালা।


এ নয় সপ্তডিঙ্গা, দাড় বাহিবার,
নাই কোন মাঝি মাল্লার।
তবুও ভুবন মাঝির অন্তরে
বাস করে এক মধুকর।

ভাঙ্গা নদীর বাঁকে কলসি কাঁখে
এলোকেশি জল নিতে আসে।
বুকের আঁচল তার
খসে পড়ে বসন্ত বাতাসে,
কলসি ভেসে যায় নদীর জলে
মন তার উদাসী মেঘের মত ভাসে
মায়াবী চোখ কত কথা যায় বলে।


মধু বীনা মধুকর, আর জলবীনা এলোকেশির
তৃষ্ণা কি মেটে নদীর জলে..… ?