ধাবমান উল্কার মত
বিপন্ন মানবতার দিকে ধেয়ে আসে
হায়েনার জ্বলজলে চোখ,
সেচোখে শুধু লোভ
আর কুতসিৎ উন্মাদনা।


সে উন্মাদনায় জ্বলে পুড়ে
খাক হয়ে যায় মুল্যবোধের কানাকড়ি,
রোপিত হয় অনাচারের বিষবৃক্ষ
সে বৃক্ষ ফুলে ফলে শোভিত হয়
দুর্গন্ধ ছড়ায় চারিদিক।


আমরা দুর্গন্ধের ভেতরে
বাস করতে অভ্যস্ত হয়ে যাই,
হীনবল কাপুরুষ মন
মাঝে মাঝে বিদ্রোহ করে,
মনে হয় অনাচারের পশ্চাদ্দেশে
কষে লাথি মারি......
কিন্তু পারি না..…।