হৃদয়ের কোণে
আশার চন্দ্রবিন্দু নিয়েছে আশ্রয়,
তাই প্রেমের জোয়ারে প্লাবিত মন
ভেসে গেছে চাঁদের আলোয়।


তুমি হ্যামিলনের বংশী বাদকের ন্যায়
চোখমুদে বাশী বাজিয়েই যাচ্ছো,
পিছন ফিরে তাকাওনি একবারও,
তাকালে দেখতে পেতে
ভাঙ্গা মনেরা কিভাবে মিছিল করে
তোমার পিছু নিয়েছে।


চাঁদের আলোয় ধু ধু প্রান্তরে
বিদ্যুতের চমকের সাথে,
তুমি মিলিয়ে গেলে
আশারা নিরাশার কালো আঁধারে
তলিয়ে গেলো নিমেষে।


তবু তোমার ওই বাশির সুরে
আশারা আজও প্লাবিত হয়
জ্যোৎস্নায় ভাসবে বলে...।।