রাতের আকাশ দেখি
ধিকি ধিকি তারা জ্বলা রাতের আকাশ।
ইটের ভাটার মত জ্বলে হাজার মিল্কিওয়ে,
আর কৃষ্ণ গহ্বর যেনো আমাজনের অভুক্ত অজগর।
রাতের নির্জনে সান মেরিনার লাল নীল আলোয়
ভাসে, নাপিত থেকে রাতারাতি কোটীপতি হওয়া
মাননীয় গণের লালসার নির্লজ্জ ইয়ট।
নক্ষত্রের মহা বিষ্ফোরনে পাপের মাকাল ফাটে
আচম্বিতে কেঁপে কেঁপে ওঠে রাজনৈতিক বেশ্যার ঠোঁট।


তবুও নিরীহ পশুপাখী র মত রাতের আকাশ দেখি
রাতের মেরিনার লাল নীল জলে
সারা রাত ধুন্ধুমার চলে, নূপুর ণিক্কন,
ক্ষণে ক্ষণে হল্লা, মেরুদন্ডহীন, কেতাদুরস্ত
নিপাট মাতাল গুলোর অসংলগ্ন আস্ফালন!


রাতের আকাশ! আহ! রাতের আকাশ
সাক্ষী গোপাল ছাড়া আর কি বলা যায় তারে!