যে শিশুটি মিয়ানমার সীমান্তে
পলায়নপর মায়ের গর্ভ থেকে
এই মাত্র ঝোপের ধারে জন্ম নিল
তারও তো আছে অধিকার
এ পৃথিবীর জল হাওয়ার,


তা হলে জন্ম থেকেই
কেন সে হবে আশ্রয়হীন
এ কেমন পৃথিবী তার?
জন্মেই সে কেনো পিতৃহীন?
কেনো সে নিষ্ঠূর শিকার লোলুপ স্বার্থান্ধতার?


কেনো মায়ের চোখে তার
অজানা আতংক আর অনিশ্চয়তার অন্ধকার?
যারা তোমরা আজ এক ফুৎকারে
কেড়ে নিয়েছ এই শিশুটির
জন্ম অধিকার, নাগরিকত্ব
পৃথিবীর মুক্ত জলহাওয়ায়
বেড়ে ওঠার, বিকশিত হওয়ার অধিকার।
জেনে রেখ নিশ্চিত
তোমাদেরও হবে বিচার...


সময়ের আদালতে
তোমরাও পাবে না ছাড়
জেনে রেখ সময় বড় মরণঘাতি ব্যাধি
এ থেকে তোমরা পাবে না নিস্তার… ।