শরতের মেঘ
দল বেধে উড়ে যা...,
যারে উড়ে মেঘ তুই
যারে উড়ে দূর দেশে,
যেখানে ধুসর কাশ বন
ফেনিল হেসে হেসে
দুলে দুলে ওঠে যৌবন হারা
নদীর কিনার ঘেঁষে...।


যেখানে বাতাসে কলরব ছুড়ে
ঝাঁকে ঝাঁকে ওড়ে বালি হাস,
হরেক পাখির কণ্ঠ ধ্বনি তে
কেঁপে কেঁপে ওঠে নীলাকাশ।
চখা চখী করে গলাগলি
কি কথা করে যে বলা বলি...,
বলে ভালবাসি সখা ভালোবাসি
বলে ভালোবাসি সখী ভালোবাসি।।


যেখানে ছনের ক্ষেতে,
লুকোচুরি খেলে ডাহুক ডাহুকী
জ্যোৎস্না বিছানো রাতে...,
যেখানে আকাশ অনুরাধা মন
ব্যস্ত সময় কাটে অনুক্ষণ
সূর্য দীঘল প্রাতে...।
চঞ্চল মনা বালি হাস ছানা
প্রভাত ফেরি তে মাতে।।


আমার মনের ব্যাকুল বাসনা
নিয়ে উড়ে যা শরতের মেঘ
তেপান্তরের মাঠে ...,
পথে যদি পাস ফ্লেমিঙ্গ ঝাঁক
শীর্ণ নদীর বাঁকে...,
বলে কয়ে কথা খুশির বারতা
আশার আলোতে ভেঙ্গে নীরবতা ...
আনন্দে যেন ফ্লেমিঙ্গ সখা
পেখম দুলিয়ে নাচে...।।