আমি যদি লিখে ফেলি দু লাইন পথের পাচালি
তা কি আর কবিতা হবে? নিশ্চয়ই নয়
কবিতার কচি ক্ষেত চাখেনি যারা কোন দিন
তারাও নির্দ্বিধায় বলে দেবে এসব কবিতা নয়, হুম...ম...ম
বড় জোর শব্দকল্পদ্রুম।


এলো মেলো শব্দের পর শব্দ সাজালে
যদি আপামর কবিতা হয়ে যেত,---
তবে ও পাড়ার কলকি হরিদাস
আবোল তাবোল বকে প্রায়শই হয় উদাস,
কবেই তো কবি হয়ে যেত।


স্বয়ং রবিগুরু যদি ছদ্ম নামে
লিখে দেয় দু চরণ, অথবা লালন,---
কোরাস গাইবে ওরা
কেনো করো বৃথা চেষ্টা অকারণ,
ওহে কাণা ছেলে কেন হতে চাও পদ্মলোচন?


বিশ্ব সেরা সুর স্রষ্টা লুদ্বিগ বেথভেন
আচমকা যদি তোলে অর্কেষ্ট্রার ঝংকার
জনবহুল অচেনা কোন এক স্টেশনে,
টিনের বাক্সে বারো টাকার বেশী এক আনাও
উঠবেনা জেনে রেখ গুনী জনে।


আসলে কবিতাই বলো, আর বলো
সুর তাল নাচ গান লয়
স্থান কাল পাত্র ভেদে কখনো কদাচিত
যথাযথ সন্মান পায়।
তা বলে কবির কলম কি থেমে যায়?
কোন দিন কক্ষনো নয়।