নিস্তরঙ্গ সমুদ্র সৈকতে
তোমার বুবলি প্রেম পরিযায়ী পাখীর মত
লোনাজলে হাত ধরে হাটে
তোমার কুসুম কলি সময়ের বাঁকে বাঁকে
ফুল হয়ে ফোটে।


তোমার আজলা ভরা পানি দুর্ণিবার সংকেতে
আকাশের পানে ধায়
তোমার নিটোল পা পদচিহ্ন এঁকে যায়
নরোম রুপালি সৈকতে।


আকাশের মেঘগুলো থোকায় থোকায়
দ্বিধাহীন ডুবে থাকে সাগরের জলে
পাহাড়ের দিক থেকে আসা দমকা বাতাস
দ্রৌপদির লাজবাস হরণের খেলায় মাতে।


সীগালের ডাকে খুঁজে পাই মিলনের আহ্বান
স্বর্ণালী সেই সব সময়ের টুকরো স্মৃতি
আর হৃদয় হারানোর উপাখ্যান
দুর থেকে কাছে আসে
হয়ে যায় সিনেমার গান।