বিপুল বরিষণে চোখ দুটো তার
ভরা বরষার নদী,
প্রবল স্রোতে খড় কুটো র মত ভেসে যায়
আকুল স্মৃতি নিরবধি।


সুখের খোঁয়াড় হতে স্মৃতির মিনার
সুনামির ভয়ঙ্কর রাতে,
বিধ্বস্ত উল্কার মত ছোটে অভিমান
খসে পড়ে নিদ্রাহীন তারার আঘাতে।


রাজার হেরেমে খেমটা নাচে
লখ্নৌ থেকে আসা যে বাঈজী রমণী,
তারও হৃদয়ে জ্বলে নরকের খড় কুটো
প্রেমহীন বিনিদ্র রজনী।


মোনালিসা কেন হেসেছিলো? ... ভিঞ্চির ক্যানভাসে
পোর্ট্রেট হওয়ার আগে?
সেও কি তবে ভেসে ছিলো দুঃখের সাগরে
বাউল সন্ন্যাসীর মত রাগ ভৈরবী রাগে?


আজও ভোলেনি মন ট্রয়ের হেলেন
রূপের মাধুরীতে ঝলসে নগর সভ্যতা,
যুদ্ধ, ধ্বংস, কি ছিলো কারণ... অপহরণ
না পরকীয়া ... নাকি পুরষতান্ত্রিক হিংস্রতা?


সুখে তবে কে ছিলো পুরষ না নারী?
ভরা বরষার নদী, খসে পড়া উল্কার রাত
হেরেমের বাঈজী, মোনালিসা, হেলেন
ভিঞ্চি, মেনেলউস, প্যারিস নাকি কবি?
সে প্রশ্ন তো করতেই পারি??