তোমার মনের ঘর
অমরাবতির চর
কুসুম্বা দীঘির জল
চিক চিক করে... ।


আমার ময়ুর মন
কুসুমিত কুন্জবন
আকাশে থৈ থৈ মেঘ
ইচ্ছেগুলো পেখম মেলে,
আনচান মনের মুকুরে...।  


প্রস্ফুটিত ভালবাসাগুলো
আমার মনের মাঝে,
বালিহাস হয়ে, নিত্য সকাল সাঁঝে,
তোমার মনের ডুবচরে
ঝিনুক মুক্তা খোঁজে ডুব সাতারে...।  


মনের আয়নায়
তোমার কিশোরি মুখ
মুক্তাঝরা হাসির ঝিলিক
খোলসে হয়ে নাচে, ছলকায়...
আমার মাখন হৃদয়
নিত্যদিন খুন হয়ে যায়,
তোমার চোখের তারায়...।  


তোমার গায়ের সুঘ্রাণ
হাস্নাহেনারা ম্লান,
ঘাসের দুঃখে কাঁদে শিশিরের কণা;
তোমার উল্কি আঁকা বুকে, পরম সুখে
মাতাল ভ্রমর খোঁজে সুখের ঠিকাণা..…।


হু শ