তোমার কপালের বলিরেখাগুলো
ক্রমশ স্পষ্ট হচ্ছে,
অথচ তুমি এখনো স্বপ্নের ঘোরে আছো,
তোমার মন এখনো ছুটে চলে, তেপান্তরের মাঠ...
ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে
পেরিয়ে যাও কত নদী,
নাঙ্গা তলোয়ার হাতে
কচুকাটা কর কত অদৃশ্য শত্রু।


তোমার কালো চুলগুলো
আজ শরতের মেঘ,
ধুসর বালুচরে দুলেওঠা কাশফুল,
অথচ তুমি ওগুলোকে
কলপের আবরনে কালো করে রাখ।
আয়নায় তুমি প্রতিদিন
নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখ,
চোখের দৃষ্টি ইষৎ ঝাপসা,
কানেও কিছুটা কম শুনছো...।


আজকাল তোমার চলার গতি
অনেক কমে গেছে,
কাজকর্মেও এসেছে শিথিলতা,
অনেক কিছুই তুমি মনে রাখতে পারনা
কথাও গুছিয়ে বলতে তোমার কষ্ট হয়।


অথচ তুমি এখনো ঘোরের মধ্যে আছো,
স্বীকার করতে চাও না যে তুমি বুড়িয়ে যাচ্ছ,
কেউ তোমাকে বুড়ো বললে
তুমি তেতে ওঠো, মনে কষ্ট পাও...।


তোমার মনটা এখনো
কচি ডাবের মত সবুজ,
মনের সবুজ বাগানে এখনো উড়ে বেড়ায়
সবুজ টিয়া পাখীর ঝাক,
তোমার মনের সবুজ হরিয়লগুলো,
এখনো সাই সাই করে উড়ে গিয়ে
পাকুড় গাছের মগডালে বসে
লাল লাল পাকুড় খেয়ে
ঠোট রাঙাতে চায়....।


তাইতো তুমি এখনো ঘোরের মধ্যে আছো..
স্বীকার করতে চাও না যে তুমি
বুড়িয়ে যাচ্ছো... ক্রমশ বুড়িয়ে যাচ্ছো,
ক্রমশ বুড়িয়ে যাচ্ছো.…।।