তুমি যদি হতে চাও সুবিশাল নদী
চরের কাঁকড়া হয়ে, ডাঙ্গা জলে ঘুরে ফিরে
কাদার গর্তে গাড়ব বসতি
এ আমার অমোঘ নিয়তি।


তুমি যদি হতে চাও আমার আকাশ
সুদুরের তারা হব, আকাশের মায়া হব
গগনে গগনে মেঘ ছড়াবে সুবাস
ধুপ ছায়া প্রেম হবে খেলার সাথী।


তুমি যদি হতে চাও নিরেট পাহাড়
ঝর্ণার জল হব, বরষার আধার হব
ঝর ঝর ঝরে যাবে শ্রাবণ আমার
সবুজ বনানী গাবে প্রেমের আরতি।


তুমি যদি হতে চাও জ্যোৎস্না প্লাবন
মেঘের ভেলায় ভেসে, অনুরাধা ভালোবেসে
নার্গিস বালা হবে প্রেমের সোপান
প্রহর হারাবে তার আহ্নিক গতি।


তুমি যদি হতে চাও প্রেয়সী আমার
রাখালের বাঁশি হব, পান্তা মরিচ হব
ফাগুন ছড়াবে রং কৃষ্ণচূড়ার
দোলনায় দোল খাবে কৃষ্ণ মূরতি।