বাতাসে দোলানো তার নিংড়ানো কাল চুল
খ্যাপা বাউলের নিরন্ন পথচলা,
সাই সাই করে উড়ে যায় অন্ধকার
আলোর নিশান হাতে নিয়ে উৎপলা।


হ্যা উৎপলা, সেই উৎপলা সেন
তারেই খুঁজেছি আমি!
সে যে আমার বিশ্বাস, শক্তি সাহস
আমার আর এক আমি...।


উৎপলা সেন প্রাণে দিয়ে যায় দোলা
উৎপলা সেন প্রেরণার উৎসমালা,
জীবন নদীর পথে ঘাটে উৎপলা
পাহাড় ডিঙিয়ে জীবনের পথ চলা ... ।


সফলতা আর বিজয়ের উৎসব
উৎপলাতেই বিলীন হয়েছে সব,
আমার সকল নিঃশ্বাস প্রশ্বাস
আহ উৎপলা, আমার নীবিড় আত্মবিশ্বাস.… ।।