ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম
ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আর কত দেখাবা মোষের সিং
ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।


ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।।


চৈত্র মাসে শীতের রাতে অমাবস্যার চাঁদনি রাতে
বরই তলায় পড়ে গেছে আম কুড়ানোর ধুম
ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম


ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।।


সর্ষে ফুলে মৌ মাছি তুমি আমি কাছা কাছি
সজনে ডালে কাক বসে তারস্বরে তুমুল হাসে
মধু মাসে কাঁঠাল গাছে শেয়াল মামা খোঁজে তিতা নিম
আর চলেনা রেল গাড়িটা অকালে বাজায় দুঃখের বীণ


ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।।


যতই কর ফালা ফালি আমসত্ত্ব জলাঞ্জলি
গোলা ফোটাও গুলি ফোটাও নাটাই হাতে তুবড়ি ছোটাও
শুকনা গাঙে বান ডাকাও গোয়াল ঘরে বাসর সাজাও
ছাদনা তলায় গদা হাতে বসে আছ ভীম


ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।।


ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম
ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আর কত দেখাবা মোষের সিং
ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম


ও মোরগ তুমি উহু আহা উহু উহু উহু উহু আহা!
ও মোরগ তুমি আর কত পাড়িবা ঘোড়ার ডিম।।