একদিকে আগ্নেয়গিরি, তপ্ত লাভাস্রোত ছাই ভস্ম, ভেসে যাওয়া টোঙ্গা, পৃথিবীর বিক্ষুব্ধ অন্তর অংক,
অপরদিকে উত্তরে দিনমান ঝরে যায় ফ্লারিস রক্তচাপের মত নেমে যায় হিমাংক।


একদিকে সুনামি তোড়ে ফুড়ে আসে, জনপদ ভাসে,
বিধ্বস্ত অবনত উপকূল,
অপরদিকে ভুমিধ্বস দাবানল জঙ্গল পুড়ে ছাই, বাস্তুহারা দিশাহারা প্রাণহারা প্রাণীকুল।


একদিকে খরা রুদ্র তাপ, শুষ্ক জমিন, চৌচির আফ্রিকা,
অপরদিকে খাদ্য নাই পানি নাই সংকট আফগানিস্তান
কেন কাঁদে একা একা?


একদিকে রাতের আধার, কোকিল জবাই মচ্ছব, ক্রসফায়ার
শুনশান নীরবতা কপটতা,
অপরদিকে সন্তানহারা পিতৃহারা স্বামী হারা ভাই হারা ক্রন্দন,
পরাজিত ন্যায়বিচার মানবতা।


এদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ আহাজারি, বিক্ষোভ নৈরাশ্য শূন্যতা দুচোখ আধার, আধা শোয়া তরবারি,
ওদিকে তখন রাশভারি দুর্বৃত্তের আস্ফালন সিনাটান সিনাজুরি, ক্ষুধার্ত নেকড়ের পায়চারি।


এসবের যোগফলই তবে শূন্য নাকি এক?
বলে যাও নিঃসীম শূন্যতা আচলতা অসাড়তা,
মহাপ্রভু জ্যোতির্ময়
চেয়ে আছি একা নির্বাক।।