"সন্ধ্যা নামল বলে"


যখন শেষ বিকেলের রোদ দরজায় কড়া নারে,
ভাবি- পায়ে পায়ে অনেকত হল হাঁটা
জীবনের পথ ধরে।
যেতে যেতে পথে কত ভীড়ে কত-
জমিয়েছি কোলাহল,
দিয়েছি পারি তপ্ত মরু,পাহাড় অবিচল।
যেটুকু আলো আমার জন্যে ছিল,
তা কবেই মেখেছি গায়ে,
বড় অবেলায় বুড়িয়ে গেছি,
শরীর পরেছে নুয়ে।
বুঝি সকাল বিকাল গড়িয়ে আমার নেমেছে সন্ধ্যাবেলা,
ভিতর থেকে কে জানি বলে শুধু-
"পাগল!অনেকত হয়েছে ছোটা,
এবার তোর ঘরে ফেরার পালা!"