০১/০১/২০২১ ইং , সময় – সকাল -১০-৩০ মিনিট ।


১ম  দিবস ,  ২০২১  সাল  ।।


আজ বছরের প্রথম দিন
শোধের প্রতিজ্ঞা বসুমাতার ঋণ ,
বসুন্ধরা কে গড়বো নিখুঁত সুন্দর
পবিত্র তায় বাঁধি হৃদয়ের বন্দর ।


চাই কলুষিত , ভেজাল মুক্ত সমাজ
শপথ নেব আমরা আজ ,
চাই প্রকৃতির খাঁটি বায়ু , খাবার
সুস্থ , সামর্থ্য তনু-মন দরকার ।


রক্ষা করবো নিসর্গ ও পরিবেশ  
গড়ে তুলবো বাসযোগ্য ক্ষিতির আবেশ ,
স্বপ্ন দেখি নিরুপম আগামীর
সুখের প্রত্যাশা করবে ভিড় ।


সব ত্যাগ ও সৃষ্টি মানুষের জন্য
তখন জীবন হবে ধন্য ,
মানুষের কর্ম তাঁরই কল্যাণে
রচিবে সুরম্য মহী শান্তিতে অনন্য ।


ধরা টা কে বানাবো না বিষাক্ত নরক
পূত চিন্তা-চেতনায় জাগিবে  স্বর্গ ,
নিঃশ্বাসে , বিশ্বাসে , জাগরণে বইবে সৌহার্দ্য
মর্তের  গলে পড়াব সম্প্রীতির অর্ঘ্য ।


সূচনা করবো ভালোবাসা-মমতার বন্ধন
ভুবন কে করবো অবিরত আপন ,
মানুষের সমৃদ্ধি তে মানুষের প্রাণ
নতুন দিনের শুরুতে এ পণ  হোক আপ্রাণ ।


প্রত্যাশিত সুসজ্জিত জীবন-জগতের তরে
দীক্ষা নেব প্রাণ উজ্জীবিত করে ,
অমঙ্গল কে স্পর্শ করতে দেব না দিনক্ষণ
মানবতার স্ফুরণে মোদের প্রয়াস সারা জীবন ।।


শরীফ নবাব হোসেন ।