২০/১১/২০২০ ইং , সময় – রাত – ৬-৩০ মিনিট ।


অবয়ব   মানুষের , চরিত্র   সর্পের  !


ফণী রা শোভাময়
ভিন্ন  ধাঁচে সৃষ্টি
যেন মনোরম খেলনা ,
বিভিন্ন  রংয়ের
হরেক আকৃতির ,
বিচিত্র তাদের স্বভাব ,
চলাফেরা গতিবিধি
খুবই চমৎকার !


গোখরো অহি র
মাথার তাজ বা ফুল টা
অতি আকর্ষণীয় ,
সে রকম আরো
অনেক ভুজঙ্গের
অঙ্গ বা মাথার
কুসুম বা নকশা
বেশ অপরূপ ।


আশীবিষ রা যদি
বিষাক্ত  দাঁতে
ছোবল না মারতো ,
বা সাপের কামড়ে
মানুষ মারা না যেত ,
তবে এ নয়নাভিরাম প্রাণী টাকে
আদরে আহ্লাদে , সখে
সাথে পাল তো-পুষ তো ।


মানুষের অবয়ব
শারীরিক গঠন
অঙ্গ  সৌষ্ঠব ,
সৃষ্টিকর্তা  সৃষ্টি  করেছেন
অপূর্ব  কমনীয় করে
যা সৃষ্টির সেরা !


কিন্তু সে মানুষ যদি
সৃষ্টি  জীব সহ অন্য মানুষকে
বিষাক্ত  ছোবল মারে ,
ক্ষতি করে অবলীলায় ,
জন জীবন করে দুর্বিষহ  ,
প্রকৃতি ও পরিবেশ করে ধ্বংস  ,
বিষধরের চেয়ে
তাদের পার্থক্য কোথায় ?  

চেহারা কলবরে মানুষ
স্বভাব-চরিত্র ও আচরণে ফণাধর ,
ধরাধামে সে কেমন
হিংস্র , অধম মানব ?


সে সব নষ্ট  মানুষকে
জীবন থেকে
দিতে হবে বাদ ,
সার্বিক ভাবে বয়কট করে
বাঁচাতে হবে
মানব সমাজের সর্বনাশ ।।


শরীফ নবাব  হোসেন ।