২৮/০১/২০২০, সময় – রাত -৮-০০ টা


আদর্শ   পথ

সত্যিকার  মানুষ হতে হলে –
পূ্ত আদর্শের বলে বলিয়ান হও
সু্কর্মের বলে বলিয়ান হও
জ্ঞ।নী পাপী না হয়ে
সত্যিকার কাজের জ্ঞানের অধিকারি হও
সে জ্ঞানকে বাস্তবায়ন করে
অবিচল হৃদয়ে মানুষের উপকার করো ।


তোমার সৎ-কর্মের  আলোক-ছটায়
সমাজ আলোকিত হয়ে উদ্ভাসিত হোক
তোমার তেজোদীপ্ত  মহৎ কর্মকান্ডে
নির্ভীক সত্যের কর্মবীর গড়ে উঠুক প্রাণে প্রাণে
অলস-তন্দ্রাচ্ছন্নদের মোহের ঘুম ভাঙুক ।


তোমার আলোকোজ্জল দিশারী পথের
সাথী হোক অন্য সব মানুষ
অন্যায়কে বাঁধা দাও
আর তা না পারলে
তাদেরকে মনে প্রাণে ঘৃণা করো
অন্যসব মানুষও ঘৃণা করতে শিখুক
তোমাদের ঘৃণার বহ্নিশিখায়
অন্যায়কারীরা  জ্বলেপুড়ে ভস্ম  হয়ে যাক ।


তোমার উত্তম আদর্শের আলোক বাতি থেকে
হাজার প্রদীপ জ্বলে উঠুক উজ্জল নক্ষত্র রূপে
তোমার  ভালবাসার স্নিগ্ধতা ও বিশালতা
উম্মুক্ত  আকাশ ও পূর্ণিমার চাঁদকেও  হার মানিয়ে দিক ।


মহামণীষীদের পথ অনুসরণ করে চলো
কথায় নয় কাজে তাঁদেরকে বাস্তবায়ন করো
নবীজী মুহাম্মদ (সঃ) এর আদর্শ  মতো জীবন গড়ো
দুনিয়ার সব হিংসা-হানাহানি, অশান্তিকে পায়ে দলো  !


  
শরীফ নবাব হোসেন, স্যাম্ব, মীরবাড়ী , দেওয়ানহাট, চট্টগ্রাম