তারিখ ঃ – ০৭-০৮-২০২১ ইং , সময় – রাত – ৯-২৫ মিনিট ।


আদর্শের  মূল্য  ।।


সৎ ও নিবেদিত কর্মীর
আছে বহু মূল্য
চামচা-তৈল বাজ নয় কখনো
তার সমতুল্য ।


সৎ-আদর্শ বান মানুষের এ মহী তে  
আছে এখনো মান-কদর
অসৎ লোকজন কে হৃদয় থেকে
করে না কেহ সমাদর ।


সত্যবাদী র সৎ-সুচারু  কর্মে
ভুবনে গড়ে স্বর্গ
মিথ্যাবাদী , কু মানুষেরা সমাজে
যত অপকর্মের উপসর্গ ।


দায়িত্ব শীলের দায়িত্ব পালনে
আনে দেশে শান্তি
ঘুষখোর ঘটায়  মানুষের মাঝে
শত প্রকার অশান্তি ।


অন্যায় কারীরা মানুষের করে প্রত্যহ
ক্ষতি আর অনিষ্ট
স্বভাব-চরিত্রে যাঁরা ন্যায়-নিষ্ট
তাঁরা আপামর জনতার ঘনিষ্ঠ ।


দায়-দায়িত্ব কাঁধে পেয়ে যারা
চালায় অবিচার ও জুলুম
তারা তো মানুষ নয়  ?
মনুষ্যত্ব ভুলে গেছে বেমালুম !


অসাধু , সুযোগ সন্ধানী , লুটেরা
দেশ ও জাতির দুশমন
আম জনতা  খুলে দিতে হবে
তাদের ঐ কলুষ আননের অবগুণ্ঠন ।


দেশের কর্তব্যে দায়িত্ব পেয়ে
যে কেহ করে অবহেলা
সে অমানুষের জন্য নয় পুষ্প মাল্য
ঝরবে অবিরত ঘৃণার মালা ।


দায়িত্বশীল পদ-চেয়ার হাঁকিয়ে  
মানুষকে নির্দ্বিধায় ভোগায় সতত হয়রানি
তাদের চরিত্রের গর্ভে লালিত
নিষ্ঠুর দানব আত্মার ঝলকানি ! !


যারা ঔদ্ধত্য স্বভাব  দোষে  
মানুষকে মনে করে না মানুষ
তাদের খোলসটা কেবল মানুষ
আদতে ওরা আস্ত  অমানুষ ।


মানুষ রূপী সকল কুলাঙ্গার পিচাশ কে
অন্তর থেকে জানাই প্রবল ধিক্কার
বলে উঠি তোরা কুৎসিত নরাধম
এ ধরায় আওয়াজ তুলে চিৎকার ! !


শরীফ নবাব হোসেন ।