তারিখ ঃ - ৩১/০১/২০২১ ইং , সময় – রাত – ১০- ৩৫ মিনিট ।


আদর্শ  হীনতা  নয় , হই  আদর্শ বান ।।


আজ আমরা  আদর্শ  হীন
মিথ্যার ডামাডোলে সত্য মলিন ।
অসত্যের চলছে জয় জয়কার
সত্য গুম্‌রিয়ে কাঁদে বারবার ।
অসত্যের বেশ প্রচার ও প্রসার
আসল টা নিত্য বর্ণহীন , অসাড় ।
সত্য দুম্‌ড়িয়ে মুচরিয়ে মৃত্যুর মুখোমুখি
অন্যায় গুলো তা শক্তি-সামর্থ্যে  পাকাপাকি ।


মিথ্যার কাছে হই যত মাথা নত
অসৎ কাজ মাথা ছাড়া দেবে তত ।
অপরাধ , অশুভ কে না দিলে বাঁধা
সমাজের স্থিতিশীলতা  নষ্ট হবে সদা ।
অন্যায় কে  দিলে  প্রশ্রয়
দুষ্ট  চক্র কাঁধে নেবে আশ্রয় ।
অসভ্য কে করলে লালন
তারা হয় মানুষের ক্ষতির কারণ ।


না করলে অসত্য-দুষ্কর্মের প্রতিবাদ
জর্জরিত  সমাজের হবে পক্ষাঘাত ।
সত্য-অসত্য ফারাক বুঝা-করা দরকার
নইলে অন্য সব  আয়োজন, অন্তঃসার শূন্য-বেকার ।
যথার্থ টা কী ?  যদি অনুধাবন করতে না পারি
জনপদে কু-কাজের পাল্লা হবে ভারী ।
সঠিক মূল্যবোধ সাহস করে করলে প্রকাশ
তা  হলে মর্তে  শুভ-কাজের ঘটবে বিকাশ ।


না করলে প্রতিরোধ দুষ্টা চার , অনাচার
দেশে নেমে আসে নৈতিক অবক্ষয়ের অন্ধকার ।
তাই তো মোরা  নিজেরা হবো আদর্শ বান
সুষ্ঠু , সুশ্রী সমাজ গঠনে রাখবো অবদান ।
সচেতন ভাবে গড়বো আদর্শ  স্ব-দেশ ও সমাজ
প্রতিষ্ঠা হবে শান্তি , স্থিতি ও নিরাপত্তা আজ ।
সৎ চরিত্র বলে করবো রোধ নৈতিক অবক্ষয়
বসাবসের তরে গড়বো স্বর্গ-সুখের স্বপ্ন নিলয় ।


বিকশিত চাই শুদ্ধ নৈতিক আদর্শ
চেতনায় আনবে মনুষ্যত্বের জাগ্রত ।
ঘরে ঘরে দীক্ষিত হবে
মর্মে মর্মে  সুপ্রভ ভাবাদর্শ ।
মানসলোকে  পূত-পবিত্র শিক্ষায় নেবো দীক্ষা
ব্রতে মানব কল্যাণ , যদিও মিলে অক্কা ।


শরীফ নবাব হোসেন ।