১৯/১১/২০১৯, বিকাল- ৩-১৪ মিনিট


অগ্রহায়ণের আমেজ


ঘাস ও ধান পাতার উপর
সকালের রোদে শিশির
ঝলমল করছে ।
বিকেলে হাল্কা কুয়াশার চাদর মেলেছে
দূর থেকে মনে হয় সাদা বরফের পাহাড়
অথবা শ্বেত সমুদ্রের বুক ।



হাল্কা হাল্কা শীতের আমেজ
গ্রামের মেঠো পথে আদুরে ধুলাগুলো  উড়ছে,
দু’পাশে পাকা ধানক্ষেত,সোনালি আভা ছড়াচ্ছে ।


কৃষক মাঠে ধান কাটছে
মনের আনন্দ নিয়ে,
পাকা ধানের ঘ্রাণ নাকে আসে ।


গরুরা চড়ে বেড়াচ্ছে
কাটা ধানের নারার ক্ষেতে
তার পিঠে বসে পাখিরা খেলা করছে ।


নয়তো বেশী গরম, নয়তো কনকনে ঠান্ডা
প্রকৃতি কোমল স্নিগ্ধতা ছড়াচ্ছে চারিদিকে,
অগ্রহায়ণের রূপ যেন ষড়ঋতুর রাজকুমারী ।


  পাহাড়ী ছড়াগুলো মৃদু তালে তালে
বয়ে চলেছে নদীর পানে
দু’পারে হরেক শাকসব্জীর বাগান শোভা পাচ্ছে।


অগ্রহায়ণ যেন  ষড়ঋতুর লজ্জাবতী কিশোরী
ছড়িয়ে দিয়েছে আবেশের  মাধুরী
ফুলে-ফসলে ভরা অপলক রূপসী ।
অগ্রহায়ণের অপরূপ মায়াবি চেহেরা
বাংলায় দিয়েছে অবিরত ধরা
যেদিকে তাকাই নৈসর্গিক শোভায় ভরা ।  


               শরীফ নবাব হোসেন,স্যাম্ব, মিরবাড়ী, দেওয়ানহাট।