তারিখ ঃ - ১০/০২/২০২১ ইং , সময় – সকাল – ৯-০০ টা ।


অহংকার । ।


মানুষের এমন কিছুই নেই
করার মতো অহংকার
সে পারে অনেক বেশী
যদি স্বভাবে হয় নিরহংকার ।


আজ আছি , কাল নেই
এখন বর্তমান , পরক্ষণেই অতীত
আমরা এ সুস্থ , এ ই অসুস্থ
এখন সম্পদশালী , কখনো দুঃস্থ  ।


মানবের ক্ষমতা সীমিত
দেহ , বল-শক্তির নেই  স্থায়িত্ব
জীবনের গতি সময়ে আলোকময়
কখনো দুঃখের অন্ধকার ।


কখনো ভরা হাসি আনন্দে
আবার কাটে দিন নিরানন্দে
ক্ষণিক  চলে রং তামাসা
কোন সময় ঘোর অমানিশা ।


কখনো ভাসে সুখের সাগরে
আবার তলিয়ে যায় অতল গভীরে
জীবন যেন বালুচরে খেলাঘর
খেলা সমাপনে থাকে না আপন পর ।


পর হয় আপন
আপন হয় পর
এক সময় শূন্যতা করে ভর
শেষ ঠিকানা শুধু মাটির ঘর ।


এভাবে সামর্থ্যের কিছুই নহে চরম সত্য
জীবনের উপর মানুষের নেই আধিপত্য
সবকিছু চলে বিধাতার ইশারায়
ভুল  পথে চললে সবই হারায় ।


প্রভু যখন চায় , প্রাণ যায় দমে
তাঁর আদেশে প্রাপ্তি শূন্যতায় নামে
তাইতো বলি , অহংকারের বদলে করি পূণ্য কাজ
এপাড়-ওপাড়ে পাবে শান্তির সু বাতাস ।


বাস্তবে , মিথ্যার অহমিকা ধূপের মতো
প্রশস্ত আলোকে  যায় মিলে
সব কীর্তি-অপকীর্তি র হয় অবসান
নিয়তির অমোঘ অপ্রতিরোধ্য চালে ।
  
মানুষের স্বেচ্ছাচারিতা টিকে না বেশীদিন
অপকর্মের একদিন শোধ করতে হয় ঋণ
তাই করব না আত্ম-গরিমা , অহংকার
দিকে দিকে বাজাবো মানবতার মহৎ ঢংকার !


শরীফ নবাব হোসেন ।