২৭/০২/২০২০, সময় – বিকাল – ৪-২০ মিনিট


এক  দিন  থেমে  যাবে  সব  ! !


একদিন থেমে যাবে কলম !
লিখা আর হবে নাকো
থাকবে না বেঁচে কোন ভাষা
মিটবে না কখনো মনের আশা
জাগবে না  জীবনের কোন অনুভূতি
বলা হবে না কোন আর কথা
নিথর দেহ পরে থাকবে
তা মাটি-ই খাবে
কারো কিছু করার থাকবে  না কোন ক্ষমতা !


আত্মা  কোথায় যাবে-
তা জানবে না কেউ কোনদিন !
আত্মার রহস্য জানবে শুধুই সৃষ্টিকর্তাই
এর নিয়ন্ত্রণ করবেন তিনিই
যাঁর নির্দেশে দুনিয়াতে এসেছি
তাঁর এক হুকুমেই যেতে হবে পরপারে সবাইকে ।


পাপ-পূণ্য সাথে যাবে মোদের
আর কিছুই যাবে না অতিশয় আহ্লাদের
মহৎ কাজ যদি করে থাকি, থাকে
সেটার স্মৃতিটুকু রয়ে যাবে উপরে
অপকর্ম  অহরহ করে গেলে
সেটাও মানুষ বলবে সুযোগ পেলে ।


তাইতো, আসা-যাওয়া সৃষ্টিরই খেলা
জগতে বসেছে বিচিত্র রঙ্গরসের মেলা
চলে অবিরত ভাঙা-গড়া, সুখ-দুঃখের খেলা
তারপরও, মানুষ নিত্য চালিয়ে যায়, ছলনা আর সত্যের অবহেলা  !
বলে থাকে, ভালো-মন্দ সব হাতে আল্লাহতালার
আসলে, এটা মানুষের কর্মফলের ব্যাপার
ভালো করলে ভালো, মন্দ কাজ করলে তা মন্দ
ইহজগতেই পেয়ে থাকে তার  পরম শাস্তি বা আনন্দ !


শরীফ নবাব হোসেন ।