০৭/০১/২০২০ ইং , সময় – বেলা – ১১-০০টা ।


এক  খণ্ড  শশধর  !


এক খণ্ড জ্বলজ্বলে চাঁদ
যেথায়  পেতেছে হৃষ্টতার ফাঁদ ।  
সে ছড়ায় রাশি রাশি হাসি
দর্শনে হৃদয় উঠে পুলকে ভাসি ।


তার চারিপাশে সাদা-কালো বারিদ ভাসে
সে অবারিত মিটি মিটি হাসে ।
ঝলমলে তারকা রা তাকে বেষ্টিত রাখে
অপরূপে সেজে মহীয়সী বেশে সে অক্ষয় থাকে ।

দ্বিজরাজ উজাড় করে বিলায় প্রদীপ্ত আলোক
সে জৌলুসে নিবৃত্ত হয় ধরার কালো ।
সুধাকরের নেই কোন চাওয়া-পাওয়া , স্বার্থ
আপনাকে পরার্থে উৎসর্গ  করে সে প্রত্যহ নিঃস্বার্থ ।


সোম মহীর সকল প্রেমিক বরের আরাধ্য , পূজনীয়
কামনা , বাসনা , জাগরণে , প্রেম-ভালোবাসায় এ অনন্য ।
ভালোবাসার উপমায় অস্তিত্বে সুধানিধির উপস্থিতি চিরায়ত
তাকে দেখে পাষাণ হৃদয় ও হয় অধীর আসক্তে আপ্লুত ।


চন্দ্র জাহানের সবার প্রিয় ও অতীব আপন
ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে সবাইকে নিজের ভুবন ।
অপর কে  সুখ ও প্রফুল্লতা বিলাতে সারা শর্বরী থাকে জেগে
ত্যাগের মহিমায় হিমাংশু বিশ্বে সবার আগে ।  


নিশাপতি ভূ-মণ্ডল , নভোমণ্ডলের মোহনীয় সৌন্দর্য
সৃষ্টিকর্তা নিজ হাতে সাজিয়েছেন তার কারুকার্য ।
সে অনন্ত কালের সীমায় রূপে , গুণে , অর্পণে গুণান্বিত
তার আপন স্বর্গীয় মহিমায় জগৎ কে করেছে মহিমান্বিত  ! !


শরীফ নবাব  হোসেন ।