০৩/০৬/২০২০ , সময় – সকাল – ৯- ২৫ মিনিট


এক  টুকরো  সাদা  কাপড়   ?


গাড়ি আছে
বাড়ী আছে
মানুষ ঘোরে
পাছে পাছে ।


ধন সম্পদ আছে কত
চাই আরো শত যত
সু্খের সীমা নাই
অসীম সুখ যেন পায় ।


নাম দাম , যশ খ্যাতি
পেয়েছে যত সু্খ্যাতি
পর্দার আড়ালে
আছে কত কুখ্যাতি ।


আমোদ-স্ফূর্তি  রঙ্গরস
মনুষ্যত্বের নামছে ধস
লোভ-লালসা হরদম
ধরলে ছাড়ে না যম ।


জনগণের সহায় সম্পদ
লুণ্ঠনে ব্যস্ত  অসম্ভব !
করছে ক্ষমতা কুক্ষিগত
দাপট চালিয়েছে মনের মত ।  


মানুষকে নিয়ে খেলছে খেলা
সময় আসবে অসময় অবেলা
জীবনের শেষ বেলা
পাবে শুধু অবহেলা ।


থাকবে না কেউ কাছে  
নিঃসঙ্গ তায় কাটবে অবশেষে
আপনজন হবে তখন পর  
করবে কী অতঃপর !


যাদের তরে গড়েছে  অট্টালিকা
তারাই করছে ঠাট্টা
জীবনের পরম সুখ
শেষ পরিণতি চরম দুঃখ  ।


আশ পাশের বহু চামচা
এ অবস্থায়  দেখছে তামসা
সহায়তার দ্বার বন্ধ তার
চারি দিকেই শুধুই অন্ধকার !



অনেক টাকা-পয়সা , ধন-সম্পদ  
গাড়ি , বাড়ী , নারী , সু্খের  তরী
ক্ষমতা , নাম-যশ-খ্যাতি , জ্ঞাতি , বৃত্তের বীণ
পরে আছে সব অর্থহীন ।


জীবন সায়াহ্ন    
চলবে না বায়ান্ন – তিপান্ন
কিছুই নিয়ে যাবে না
সবি ই  দিয়ে যাবে ।


যাবার সময় পার্থিব সম্পদ গুলো
করবে তাকে উপহাস
এ সম্পদের লাগিয়া তুই
কত আদম সন্তানের করেছিলি সর্বনাশ !  

সময় শেষ , আসবে যম  
হিসাবে পাপ-পূণ্যের আলাপন
যেতে হবে অচিন পু্রে  
দুই-এক খণ্ড  সাদা কাপড়ে  ?


শরীফ নবাব হোসেন , স্যামব , মীরবাড়ী , দেওয়ানহাট , চট্টগ্রাম ।